সহকারী শিক্ষক/শিক্ষিকা নিয়োগ, বেতন :১৫- ২০,০০০ হাজার টাকা

 

Education

বিএ/ফাজিলসহ কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে


Employment Status

Full Time


Job Location

Khulna (Sonadanga)

Trust Bangla হোয়াটসঅ্যাপ চ্যানেল Follow করে আরও সহজে খবর পড়ুন

Apply Procedure

Hard Copy

* প্রার্থীকে অবশ্যই প্রাক্টিসিং মুসলিম/মুসলিমা হতে হবে।

* বায়োডাটা ও মোবাইল নম্বরসহ অবশ্যই স্বহস্তে লিখিত আবেদন পত্র জমা দিতে হবে।

* আবেদন পত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের ফটোকপি, পাসপোর্ট সাইজের ছবি ৪কপি, ন্যাশনাল আইডি কার্ড ও কাউন্সিলর/চেয়ারম্যান প্রদত্ত নাগরিক সনদের ফটোকপি এবং দুই জন ইসলামী ব্যক্তিত্বের প্রত্যয়ন পত্র জমা দিতে হবে।

* অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে। দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

* কোন পদের জন্য সুপারিশ গ্রহণযোগ্য নয়।

* দক্ষ, অভিজ্ঞ, ইংরেজি-আরবি ভাষায় স্পোকেন এ পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ।

* ৩০০টাকা জনাব মুফিজুল ইসলাম, হিসাব নং ২০৫০ ১০৭ ০২ ০২৬৩৪৭১৮, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, প্রধান শাখা, খুলনায় জমা/পাঠাতে হবে এবং জমা রশিদের ফটোকপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

* আবেদন পত্র চেয়ারম্যান, আলবাব একাডেমি, খুলনা বরাবর লিখতে হবে। আবেদনের শেষ তারিখ : 3০-০৯-২০২৪ ইং

* পরীক্ষার তারিখ, সময় ও স্থান সকল প্রার্থীদের মোবাইলে জানিয়ে দেওয়া হবে ।

* যাদের জন্ম তারিখ, ১জুলাই ১৯৮৪ । এর পর, কেবল তারাই আবেদন করতে পারবেন ।

* আবেদন পত্র সরাসরি/কুরিয়ারে পাঠানোর ঠিকানা : আলবাব একাডেমি, আশরাফ কমপ্লেক্স, বাড়ী # ৫১, এম এ বারি সড়ক (আলীর ক্লাব মোড়), সোনাডাঙ্গা, খুলনা । বিঃদ্রঃ স্থায়িভাবে চাকুরি করার মানসিকতা থাকলে, অভিজ্ঞ ও দক্ষ প্রার্থীর ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।


কোম্পানির তথ্য

আলবাব একাডেমি


ঠিকানা:

গোল্লামারী, আলী ক্লাব, খুলনা

Trust Bangla হোয়াটসঅ্যাপ চ্যানেল Follow করে আরও সহজে খবর পড়ুন