শাখা ব্যবস্থাপক (মাইক্রোক্রেডিট) গ্রেড- (VI)


Education

স্নাতক/সম্মান অথবা স্নাতকোত্তর।

Experience
At least 3 years
Additional Requirements
Age 25 to 45 years
প্রার্থীকে MRA নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ কার্যক্রমে সহকারী শাখা ব্যাবস্থাপক/ শাখা হিসাবরক্ষক/ পদে কমপক্ষে ৩ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

কম্পিউটারে (MS Word, Excel & Internet Browsing) এ কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

মোটর সাইকেলের বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং রিপোর্ট লেখায় পারদর্শী হতে হবে।

Responsibilities & Context
রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) একটি জাতীয় পর্যায়ের বে-সরকারী উন্নয়নমূলক সংস্থা। শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, জেলাসহ প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নের কাজ করে আসছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক নিবন্ধিত প্রতিষ্ঠান, যার সনদ নম্বর -00193-00028-00374, এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) এর আর্থিক সহায়তায় পরিচালিত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে নিয়োগ ও প্যানেল তৈরী করার লক্ষ্যে আগ্রহী, কর্মঠ, বুদ্ধিদীপ্ত ও অধুমপায়ী বাংলাদেশের স্থায়ী বাসিন্দা পুরুষ প্রার্থীদের নিকট থেকে উল্লেখিত পদের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে।

Job Description/Responsibilities:
শাখার সার্বিক মনিটরিং, তদারকি এবং শাখায় নিয়োজিত কর্মীর কাজ পরিদর্শন, প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ প্রদান এবং শাখা পর্যায়ে কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

সাপ্তাহিক ও মাসিক সভা পরিচালনা ও প্রয়োজনীয় দিক নিদের্শনা প্রদান করা।কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন প্রতিবেদন প্রস্ততকরণ এবং তা যথাযথ কর্তৃপক্ষকে দাখিল করা।

শাখার সম্পাদিত কাজের প্রতিবেদন সংরক্ষন এবং তার প্রেক্ষিতে পূর্নাঙ্গ মাসিক প্রতিবেদন প্রস্তুত করণ এবং তা যথাযথ কর্তৃপক্ষ বরাবরে দাখিল করা।সাপ্তাহিক,মাসিক, বার্ষিক পরিকল্পনা প্রস্তুত এবং তা যথাযথ কর্তৃপক্ষ বরাবরে দাখিল করা।

লক্ষ্যমাত্রা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করা।নিয়মিত সমিতি পরিদর্শন করা ও রেকর্ড সংরক্ষন।

ঋণ প্রস্তাব পূর্ববর্তী/পরবর্তী শতভাগ যাচাই-বাছাই নির্ভুলভাবে সম্পন্ন করে ঋণ প্রদান নিশ্চিত করা।

ঋণের কিস্তি আদায় ও বকেয়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

Compensation & Other Benefits
শিক্ষানবীশকালীন সর্ব সাকুল্যে মাসিক বেতন 31,500 /- (একত্রিশ হাজার পাঁচ শত ) টাকা, তবে চাকুরী স্থায়ীকরণের পর সংস্থার নীতিমালা অনুযায়ী বেতন ভাতা ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। এবং উক্ত পদের জন্য বাৎসরিক 3 টি উৎসব ভাতা, ইনসেন্টিভ বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, অসুস্থতা ও মাতৃত্বকালীন ছুটি স্ববেতনে 6 (ছয়) মাস, অর্জিত ছুটির বিপরিতে ভাতা, কল্যাণ তহবিল সুবিধা ও সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

Employment Status
Full Time

Gender
Only Male

Job Location
Anywhere in Bangladesh


Read Before Apply
প্রার্থীকে বাংলাদেশের যে কোন এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

• যোগদানের সময় সংস্থার অনুকূলে 10000/- (দশ হাজার) টাকা জামানত (ফেরতযোগ্য) হিসাবে জমা দিতে হবে, যা নির্ধারিত হারে সুদ সহ প্রদান করা হবে।

• প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে বাংলা এবং ইংরেজি লেখায় পারদর্শী হতে হবে।

• পিকেএসএফ এর সহযোগী প্রতিষ্ঠানে ঋণ কাম©সূচিতে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার এবং বয়স ও শিক্ষানবীশকাল শিথিলযোগ্য করা যেতে পারে।

• প্রার্থীকে মোটর সাইকেল চালানো জানতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

• সরাসরি যোগাযোগের জন্য আবেদনপত্রের অবশ্যই প্রার্থীকে মোবাইল/টেলিফোন নম্বর উল্লেখ করতে হবে। পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। কর্তৃপক্ষ কোন কারণ ছাড়াই যে কোন দরখাস্ত বাতিলের অধিকার সংরক্ষণ করেন।

• আরডিএস এর চাকুরী থেকে অব্যাহতি পেয়েছে অথবা চাকুরী হতে বরখাস্ত করা হয়েছে এমন প্রার্থীকে আবেদন করার প্রয়োজন নেই।

• অধ্যয়নরত প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

Trust Bangla হোয়াটসঅ্যাপ চ্যানেল Follow করে আরও সহজে খবর পড়ুন


Apply Procedure
Hard Copy
আগ্রহী প্রার্থীদের নিকট হতে স্বহস্তে লিখিত আবেদন, শিক্ষাগত যোগ্যতার সনদ ও ন্যাশনাল আইডি কাড©, অভিজ্ঞতার সনদ, 4 কপি পাসপোট© সাইজের সত্যায়িত ছবি, দুইজন পরিচয় প্রদানকারী ব্যক্তির নাম, ঠিকানা, মোবাইল নম্বর, এবং এবং পরীক্ষার ফি বাবদ 200/- টাকা রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) শিরোনামে হিঃনং-6201100020696, সোনালী ব্যাংক, শেরপুর শাখার বরাবর জমা দিয়ে জমার স্লিপ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। আগামী 22/09/2024 ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক বরাবর, নিম্ন ঠিকানায় দরখাস্ত আহবান করা যাচ্ছে। রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস), 49 গৃর্দ্দানারায়নপুর, শেরপুর টাউন, শেরপুর-2100, শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে।

Company Information
Rural Development Sangstha (RDS)

Address:
49 Girdanarayanpur, Sherpur Town, Sherpur - 2100

Website: rds